ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর

শ্রমিকদের ৬ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

শ্রমিকদের ৬ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকরা ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। এ সময় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়ে। গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ ও কর্মবিরতি চলে দুপুর পর্যন্ত। এ সময় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দর।

শ্রমিকরা জানান, ভারত-বাংলাদেশের ট্রাকের পণ্য লোড-আনলোডে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায় মজুরী থেকে বঞ্চিত। ২৪ জন শ্রমিক সদার্রের মাধ্যমে শ্রমিকদের মজুরী চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠানসহ বিভিন্নজনের কাছে। ফলে শ্রমিকরা তাদের ন্যায় মজুরীর দাবীতে কর্মবিরতির ডাক দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিলসহ সড়কও অবরোধ করেন। বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও বাবুল মিয়া বলেন, বুড়িমারী স্থলবন্দরের আমরা অসহায় শ্রমিকরা মালামাল লোড আনলডে যে পরিমাণ মজুরি পাই তা দিয়ে সংসার চলে না। সংগঠনের নামে আমাদের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নেতারা। আমাদের দাবি আমাদের ন্যায্য মজুরি দিতে হবে। যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না।

এদিকে, বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ যোগ দেন। তিনি সমাবেশ শ্রমিকদের প্রতিশ্রুতি দেয় সন্ধ্যার মধ্যে আলোচনা করে সকল সমস্যার সমাধান করবেন। বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এমন প্রতিশ্রুতি পেয়ে দুপুর ১টায় শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তারা আবার নিজ কাজে যোগদান করেন। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধসহ সমাবেশ করেন। পরে তাদের মধ্যে সমঝোতা শর্তে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত