জেলা সদর হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা সদর হাসপাতালের ডা. ফাতেমা ইব্রাহিম মিশুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান কামরুন নেছা বেবীর উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছে রোগীর স্বজন ও স্থানীয় এলাকাবাসী। গতকাল শনিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার সদর হাসপাতাল একটি সিন্ডিকেটের পরিণত হয়েছে। তাদের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত হয়রানি ও হামলার শিকার হচ্ছে। ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেনÑ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজুসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।