দিনাজপুর-ঢাকা রুটে ২০২৭ সালের মধ্যে চলবে বুলেট ট্রেন

বললেন হুইপ ইকবালুর রহিম

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলাচল করবে বলে জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। গতকাল শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দকৃত অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

হুইপ বলেন, দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন। দেশ ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি সাংবাদিকরা ইতিমধ্যেই স্মার্ট হয়ে গেছেন। দেশের উন্নয়নে সবাইকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন। পরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১০ সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দকৃত অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।