মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষাবিহীন কোনো জাতি সামনে এগোতে পারে না। শেখ হাসিনাই শিক্ষাকে যত বিস্তার ঘটিয়েছেন, শিক্ষার যত সম্প্রসার করেছেন, শিক্ষায় যত ভূমিকা রাখছেন, শিক্ষার জন্য যত অনুদান দিচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কেউ দেয়নি। এজন্য এ শিক্ষাবান্ধব সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনা শিক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সরকার করেনি। শেখ হাসিনা মনে করেন যে, জাতি যত শিক্ষিত সে জাতি নিজেরাই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। গত শুক্রবার সন্ধ্যায় নাজিরপর উপজেলার ‘বৈঠাকাটা ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে নবীনবরণ ও চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেছেন, শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, তিনি আছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা তার জন্য দোয়া করুন তিনি ভালো থাকলে আমার ভালো থাকব দেশ ভালো থাকবে।