নদী থেকে বালু লুট চলছেই!

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলন চলছেই। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশী সরকারেরও মোটা অংকের রাজস্ব হারানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, কিছুসংখ্যক ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন নির্মাণাধীন ৪ লেনের মহাসড়কে। এ ব্যাপারে চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, বালু লুটের এই মহাযজ্ঞে স্থানীয় তহসীলদার নুর আলমও জড়িত মর্মে অভিযোগ রয়েছে।