‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে ফ্রিল্যান্সারদের ভূমিকা অনেক’

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি’ ও ‘ব্র্যাক ব্যাংক তারা’র যৌথ আয়োজনে স্বাবলম্বী তারার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিপাদ্য ছিল ‘নারীদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’। গতকাল রোববার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেড় শতাধিক ফ্রিল্যান্সারের অংশগ্রহণে ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভা, কেক কাটা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সারদের ভূমিকা অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দিগন্তের সূচনা করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ করে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। এছাড়া আমাদের বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্যে এগিয়ে এসেছে ব্র্যাক। সরকার ফ্রিল্যান্সার খাত থেকে বছরে ৫ হাজার কোটি টাকা আয় করছে। সোসাইটির সভাপতি ডা. তানজিবা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসাইন প্রমুখ।