দুই জেলায় দুই লাশ উদ্ধার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রহরীর এবং কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে পল্লী বিদ্যুৎ সমিতি-২’র অফিস থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান আলোকিত বাংলাদেশকে জানান, আব্দুল আলিম গত রোববার পল্লি বিদ্যুৎ সমিতি-২’র সাব-জোনাল অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সে রাতের বেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের বিলিং শাখায় থাকতো। পারদিন ওই অফিসের নিচ তলার মুদি দোকানী বিলিং শাখার ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৩ দিন পর মীর হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের পূর্ব পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। বসন্তপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার কাউছার আহমেদ। মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার কাউছার আহমেদ বলেন, রাতের কোন এক সময়ে সড়ক দুর্ঘটনায় মীর হোসেনের পা এবং মুখে থেতলে যায়। মীর হোসেনের ভাই বাচ্চু মিয়া বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।