সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল সোমবার বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন।