ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নন্দন শিল্পী গোষ্ঠীর নাট্যানুষ্ঠানের সমাপনী

নন্দন শিল্পী গোষ্ঠীর নাট্যানুষ্ঠানের সমাপনী

বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর ৩০বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান ও আলোচনা সভার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের কলোনী উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা ডা. আব্দুল মোমিন রতন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্ন। শিল্পী গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান চৌধুরী। সম্মিলিত সাংস্কতিক জোট বগুড়ার দপ্তর সম্পাদক সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজু ইসলাম। উপস্থিত ছিলেন উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস শাহ, শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ সরদার, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জমির আলী, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, হাসান আলী, আব্দুস সালাম, আব্দুস সামাদ প্রধান, নুরুল ইসলাম নুরু, তাহেরা জামান লিপিসহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত