ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাল দলিলের অভিযোগ

ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা

ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল দলিল সৃজনের অভিযোগ এনে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাকিলানাধীন জুশুরগাঁও মৌজার ৬৮ শতাংশ নাল জমি জাল দলিল সৃজনের মাধ্যমে প্রতারণা করায় স্বত্ব মালিক আমেনা খাতুন ওরফে রমেলা বেগম মৃত হাজী বাদশা মিয়ার স্ত্রী আক্তার বেগমসহ ১৭ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে সি,আর মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, জুশুরগাঁও মৌজার আর,এস ২৪৫ নং দাগের ৬৮ শতাংশ তর্কিত নাল সম্পত্তি বাদী আমেনা বিগত ১৯৭৮ ইং সালে শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে ৫৮৮০,৫৮৮১ ও ৫৮৮২ নং দলিল মূলে ক্রয়সূত্রে মালিক হয়ে নামজারি জমাভাগ সম্পন্ন করেন। আমেনা গত ২০১৫ সালে হাজী বাদশা মিয়ার কাছে তর্কিত সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে একটি বায়নানামা দলিল করেন এবং ২০১৬ সালে ৯৩৩ নং দলিলমূলে হাজী বাদশা মিয়াকে আমমোক্তারনামা নিযুক্ত করেন। পরবর্তীতে হাজী বাদশা মিয়া ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর তার স্ত্রী আক্তারা বেগমগং ১৮ জানুয়ারি ২০২২ তারিখে শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে ৫৯৮ নং একটি জাল দলিল সৃজন করে উক্ত সম্পত্তি প্রতারণার মাধ্যমে ভোগ দখলের চেষ্টা করেন। বাদী জানতে পেরে আক্তার বেগম গংদের বিরুদ্ধে এই মামলা করেন। সিআইডি’র ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার রির্পোট পেয়ে পিবিআই তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ এমদাদুল হক তদন্ত শেষে আক্তারা বেগমসহ সকল বিবাদীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা এনে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরন করেন। বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন পেয়ে অভিযুক্ত বিবাদী দলিল লিখক মাসুদুর রহমান, দলিলের সাক্ষী মনির হোসেন, সাব-রেজিষ্টার মোসাঃ রেহেনা বেগম, হাসান মেম্বার, মো. জাহাঙ্গীর আলম ও মো. আকাশদের বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করেন। এব্যাপারে শ্রীনগর সাব-রেজিষ্ট্রার মোসাঃ রেহেনা বেগম বলেন, আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে জানাব। মুন্সীগঞ্জ কোর্টের সমন জারিকারক মো. সাইদ বলেন, সিআর ১৩৮/২২ মামলায় বিবাদীর বিরুদ্ধে আমি সরেজমিনে গিয়ে সমন জারি করে আসছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত