ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ১০০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছে ৯৩ জন

চাঁদপুরে ১০০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছে ৯৩ জন

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এ জেলায় দায়িত্ব নেয়ার পর থেকে জেলাবাসীর কল্যাণে সততা, ন্যায়পরায়তা ও সাহসিকতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ জেলায় গত ২ বারই পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে সততার পরিচয় দিয়েছেন মিলন মাহমুদ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তিনি এ জেলা থেকে নারী ও পুরুষ ৯৩ জনকে ১০০ টাকায় চাকরি পাওয়ার নিশ্চয়তা দিয়ে জেলাবাসীর কাছে এক দৃষ্টন্ত সৃষ্টি করে যাচ্ছেন। এ যেন চাকরি নয়, সেবা এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ সুপার সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর চাঁদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার বাছাই পর্ব শুরু হয়েছে। গত রোববার পুলিশ লাইনস্ মাঠে পুরুষ-নারী রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশ সুপার বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। চাঁদপুরবাসীর প্রতি আমার নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল বা প্রতারক চক্র থেকে সকলে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিলসহ গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের (পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুর- ০১৩২০-১১৬৮৯৮) অবগত করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত