সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকলি স্কুলে বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের চকবৈদ্যনাথ এলাকায় স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাছুদুর রহমান, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুস্ময় দাস প্রমুখ। প্রতিযোগিতায় স্বপ্নকলি স্কুলের সুবিধাবঞ্চিত ১৩০ শিশু অংশগ্রহণ করে।