‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবাদী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এই প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, ডা. মো. আশাদুল হক, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী সরকার, প্রতিবন্ধীবিষয়ক অফিসার মো. আখতার হোসেন, মো. নাজমুল হক প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) এসএম নোমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট দিল আফরোজ, সহকারী ফিজিওথেরাপিস্ট মো. হাসান রাব্বী, এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, ইউএনও’র সিএ সাধন মোহন চাকমা প্রমুখ।