কয়রা সদরের রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা সদরের ওপর দিয়ে চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘ বছর সংস্কারের অভাবে মানুষ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ২০০৯ সালে সামুদ্রিক ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে পাউবোর বেড়িবাঁধ ভেঙে একটানা তিন বছর লোনা পানি ওঠানামার কারণে উপজেলা সদরের রাস্তাটি খানাখন্দে পরিণত হয়। পরবর্তীতে ২০১১ সালে বেড়িবাঁধ মেরামত হলেও জরাজীর্ণ খানাখন্দে ভরা রাস্তাটি মেরামত করা হয়নি। জনগুরুত্বপূর্ণ সওজে’র এ রাস্তাটি দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় দৈনন্দিন মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে মদিনাবাদ মডেল সরকারি হাইস্কুলের মোড় থেকে ৪নং কয়রা সরকারি পুকুর অভিমুখী এলজিইডি’র রাস্তা, কপোতাক্ষ কলেজ থেকে উত্তর বেদকাশির কাছারিবাড়ি হয়ে কাশিরহাট অভিমুখী সওজে’র রাস্তা ভাঙাচোরা ও ছোট বড় গর্ত থাকায় ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইকে ঝাঁকুনি সহ্য করে প্রতিদিন হাজারো লোকজন হেলেদুলে দুমড়েমুচড়ে চলাচল করছে। চায়ের দোকান, হাটবাজার, দোকানপাট সর্বত্র লোকজনের মুখে আলোচনা সমালোচনা খোদ উপজেলা সদরের রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকার পরও কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। এ ব্যাপারে সওজ খুলনার উপসহকারী প্রকৌশলী মো. আজিম উদ্দিন বলেন, কয়রা সদর হয়ে কাশিরহাট অভিমুখী রাস্তা সংস্কারের জন্য পুনারায় দরপত্র আহবান করা হবে। তবে এ মুহূর্তে উপজেলা সদরের ওপর দিয়ে চলাচলের জন্য দুই তিন দিনের মধ্যে রোলিং মেশিনে রাস্তার খানাখন্দ সমান করে দিতে ঠিকাদারকে বলা হয়েছে।