সার্জন পরিচয়ে যুবকের আঙুল কাটায় ওয়ার্ডবয় গ্রেপ্তার

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় এমবিবিএস (সার্জারি) পরিচয় দিয়ে যুবক আহমেদ সুমনের পায়ের আঙুল কেটে ফেলেছে। এ ঘটনায় ওয়ার্ডবয় মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মৃত রহমানের ছেলে। সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পৌর এলাকার মিরপুর দক্ষিণ মহল্লার সাহেব আলীর ছেলে আহমেদ সুমন গত বছরের ১০ সেপ্টেম্বর বাইসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় বাম পায়ের তৃতীয় আঙুলে আঘাত পায়। আঙুল দিয়ে রক্ত ঝরার কারণে বন্ধুরা ওই হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের ওয়ার্ড বয় মাসুদুর রহমান এমবিবিএস (সার্জারি) পরিচয়ে আঙুলটির অবস্থা খারাপ এবং জরুরি অপারেশন করার কথা বলে। ওইদিন অপারেশনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত আঙুলটি কেটে ফেলা হয়। এরপর থেকে পায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। পরে তারা জানতে পারে মাসুদুর রহমান ওই হাসপাতালের ওয়ার্ডবয়। সে ডাক্তারের ভুয়া পরিচয়ে তার অঙ্গহানি করেছে। এ ব্যাপারে গত সোমবার সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং রাতেই ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ওই হাসপাতালের সহকারী অফিস এক্সিকিউটিভ মোত্তালিব হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ওই রোগীর পায়ের আঙুল ঝুলছিল।