ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ড্রেজার মালিকদের মানববন্ধন

ড্রেজার মালিকদের মানববন্ধন

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দেবরাজ গ্রামের নির্মাণাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্পের ডোবায় বালু ভরাট না করায় ড্রেজার মালিকদের ২৩২ পিচ পাইপ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের বিরুদ্ধে। বালু ব্যবসায়ী ড্রেজার মালিক মো. লোকমান হোসেনসহ কয়েকজনের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। এ ঘটনার ক্ষতিপূরণের দাবিতে গত মঙ্গলবার উপজেলার কালিকাবাড়ী বাজারে মানববন্ধন করেছেন ড্রেজার মালিক ও তাদের কর্মচারীরা। ড্রেজার মালিক মো. লোকমান হোসেনের দাবি, উপজেলার দেবরাজ গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের নিচু ডোবা ভরাটের জন্য উপজেলা নির্বাহী অফিসার সব ড্রেজার মালিকদের ডেকে ২ টাকা করে প্রতিফুট বালুর দাম নির্ধারণ করে বালু দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বালু দিতে দেরি হওয়ায় নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের নেতৃত্বে দুইজন আনসার সদস্য কুড়াল দিয়ে কুপিয়ে প্রকাশ্যে ২৩২টি পাইপ ভেঙে দিয়েছেন। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করতে পারতেন। তিনি কোনো প্রকার কথাবার্তা ছাড়াই বেআইনিভাবে লাখ লাখ টাকার পাইপ ভেঙে দিয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, পরিবেশ ও বালু মহল আইন অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে বিনিয়োগ করে আসছে। তারা তাদের অনৈতিক কাজ বন্ধ না করায় মোবাইল কোর্ট করা হয়েছে। সেখানে কাউকে পাওয়া যায়নি তারা পালিয়ে গেছে। পরবর্তীতে মোবাইল কোর্টের নির্দেশে পাইপগুলো ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত