পাবিপ্রবি প্রক্টর কামাল হোসেনের পিএইচডি ডিগ্রি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাজী বাবলা, পাবনা

‘বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের গ্রাহক পরিবর্তনের আচরণ (২০০৮-২০১৯)’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রক্টর মো. কামাল হোসেন। গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ড সভায় এ ডিগ্রির অনুমোদন দেয়া হয়। এর আগে একাডেমিক কাউন্সিলেও গৃহীত হয় অভিসন্দর্ভটি। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক সরকার।

জানা গেছে, কামাল হোসেন ২০০৩ সালে পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০০৫ সালে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং ২০১১ সালে একই বিভাগ হতে সফলতার সাথে এমবিএ সম্পন্ন করেন। তিনি ২০১৪ সালের ২৪ নভেম্বর পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিপণনের ক্ষেত্র এবং টেলিযোগাযোগ সম্পর্কিত সমসাময়িক সমস্যাগুলো বিশেষ করে গ্রাহকের মান, গ্রাহক পরিবর্তন, খরচ, সন্তষ্টি এবং গ্রাহক সমন্বয় তার গবেষণার আগ্রহের বিষয়। তিনি শিক্ষার্থীদের বিপণনের মূলনীতি, মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন পরিকল্পনা এবং বাস্তবায়ন, বিপণন প্রচার, ভোক্তা আচরণ, সামষ্টিক অর্থনীতির মূলনীতি, মাইক্রো ইকোনমিক্সের মূলনীতি, বাংলাদেশ স্টাডিজ বিষয়গুলো পড়ান।