নাটোরে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার চার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মূলহোতা মো. জহুরুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গত বুধবার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তারা হলেন- উপজেলার হালতিবিল এলাকার মো. জেহের আলীর ছেলে মো. জহুরুল ইসলাম, বাসুদেবপুর সাজিপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. মওদুদ রহমান মধু, মৃত হারুনুর রশিদের ছেলে মো. বাবুল হক বাবু এবং শ্রী দেবতী প্রামাণিকের ছেে শ্রী প্রকাশ চন্দ্র প্রামাণিক। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়েছে।