কেশবপুরে গার্মেন্টসের দোকানে আগুন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে গার্মেন্টসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালমাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্ত্রালয়ের প্রোপ্রাটার উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আশরাফ হোসেন জানান, তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। হঠাৎ রাত ১টার দিকে ফোনে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমার দোকানে থাকা শাড়ি, লুঙ্গি, থ্রি পিচ, ছিট কাপড়, শীতের কাপড়, জুতা ও ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ হিসাবের খাতা পুড়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়।