দুই গুণীজনকে সম্মননা প্রদান

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১৯৮০ সালে জামার্নী, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী ‘সূর্য দীঘল বাড়ী’ চলচিত্রের নির্মাতা মসিহউদ্দিন শাকের ও ১৯৯৪ সালে সুইডেনে কার্নিভালে ট্রাফিক আর্ট করে ‘গিনেজ বুক অব রেকর্ড’এ নাম লিখানো আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী রুহুল আমিন কাজলকে গুণীজন প্রণামী প্রদান করা হয়েছে। গফরগাঁওয়ের এই দুই বিখ্যাত গুণী ব্যক্তিকে গত বুধবার সন্ধ্যায় গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে শুণীজন সম্মননা প্রদান করা হয়। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহম্মেদের সভাপত্বিতে গুণীজন প্রণামী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আফজালুর রহমান, শিশু সংগঠক ফকির এ মতিন, সুলতান আহমেদ প্রমুখ। গফরগাঁও প্রেসক্লাব, গফরগাঁও থিয়েটার, গফরগাঁও সাহিত্য সংসদ, সূর্যসারথী খেলাঘর ও তটিণী খেলাঘর আসর গুণীজন প্রণামী অনুষ্ঠানের আয়োজন করে। গুণীজন প্রণামী অনুষ্ঠানে গফরগাঁওয়ের কৃতী সন্তান দুই দ্রোপদী ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেয়া হয়। ১৯৭৯ সালে নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’র মাধ্যমে বাংলাদেশের সিনেমাকে মসিহউদ্দিন শাকের নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। অপর গুণীজন বিশ্বব্যাপী ট্রাফিক আর্ট করে সমাদৃত চিত্রশিল্পী রুহুল আমিন কাজল সম্প্রতি সময়ে তার আলোচিত শিল্পকর্ম ‘চলার পথে কলার কথা’ প্রকল্পের বিষয় নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিহ্উদ্দিন শাকেরের সহধর্মিণী হেলথি এনার্জেটিক আ্যকটিভ লাইফ ‘হীল’র প্রতিষ্ঠাতা সদস্য জেবুন নেসা।