ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অব্যবস্থাপনায় চলছে ডায়াগনস্টিক সেন্টার

অব্যবস্থাপনায় চলছে ডায়াগনস্টিক সেন্টার

সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটা ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকের রেজিস্ট্রেশন নম্বর নিজ নিজ সাইনবোর্ডে দেয়ার নির্দেশনা থাকার পরও শ্যামনগরের কোনো প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনোটাতেই দেখা মেলেনি রেজিস্ট্রেশন নম্বর। শ্যামনগরে প্রায় ২০টির মতো ক্লিনিক ও ৩০টির মতো ডায়াগনস্টিক সেন্টার চলছে অবৈধভাবে কারও ২০১৯ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল, কারও মোটেও নাই। বর্তমানে শ্যামনগরে একটিরও কোনো অনুমোদন নেই বলে জানা গেছে। ক্লিনিকগুলোর মধ্যে রয়েছে মডার্ন ক্লিনিক, রিডা প্রাইভেট হাসপাতাল, সুন্দরবন অ্যাপোলো হাসপাতাল, এম. আলি ক্লিনিক, সুন্দরবন ক্লিনিক, সেবা নার্সিং হোম, নগর প্রাইভেট হাসপাতাল, সরদার নার্সিং হোম, ফার্নান্দো নবরে হাসপাতালসহ আনাচে-কানাচে ২০টির মতো ক্লিনিক চলছে দেদারসে। এছাড়া ডায়াগনস্টিক সেন্টার রয়েছে শান্তি ডায়াগনস্টিক সেন্টার, তট প্যাথলজি, মিতা এক্সরে, বিসমিল্লাহ প্যাথলজি, মডার্ন প্যাথলজি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, প্রযুক্তি ডায়ানস্টিক সেন্টার, শ্যামনগর প্যাথলজি, ডিজিটাল প্যাথলজিসহ ৩০টির মতো প্যাথলজি সেন্টার চলছে অবৈধভাবে। বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজি মালিকরা জানান, লাইসেন্স পাওয়ার জন্য সরকারের নির্ধারিত ফি জমা দেয়ার পরও জেলা পরিবেশ অধিদপ্তর থেকে মিলছে না পরিবেশগত ছাড়পত্র। ছাড়পত্রের জন্য সরকারের নির্ধারিত ফি’র বাইরেও মোটা অঙ্কের টাকা দাবি করছেন অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক বলেন, তরল বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা না থাকা এবং প্রিজমের সাথে চুক্তিপত্র নেই, নেই ইন্সুলেটর, যার জন্য তারা পরিবেশগত ছাড়পত্র পাচ্ছে না। তিনি আরও জানান, পরিবেশের ছাড়পত্র পেতে হলে ইএমপি ইআইএ রিপোর্ট করতে হয়। এগুলো আমরা করি না, উদ্যোক্তাদের কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ফার্মের কাছে গিয়ে করতে হয়। এটার জন্য যদি তারা তাদের কোনো টাকা দেয়, সেটার দায়দায়িত্ব তো আমার না। জেলার সিভিল সার্জন বলেন, সরকারি নির্দেশনা মতে, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো নতুন হাসপাতাল নিবন্ধন পাবে না। তবে পুরাতন ও চলমান হাসপাতাল মালিকদের দ্রুত ছাড়পত্র গ্রহণের জন্য সময় প্রদানের নির্দেশনা রয়েছে। অবৈধ হাসপাতাল ও অব্যবস্থাপনা ঠেকাতে আমাদের অভিযান চলমান রয়েছে। তাছাড়া প্রভাবশালী মহলের সুপারিশ নিয়েও আমাদের ভোগান্তি পোহাতে হয়। শ্যামনগর স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনাকে কঠোর হস্তে দমন করা হচ্ছে এবং এ ধারা চলমান থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত