বনভোজনের বাসে মোটর শ্রমিকদের চাঁদাবাজি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জে বার্ষিক বনভোজনের রিজার্ভ বাস থেকে চাঁদা আদায় করেছে কালীগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মটরশ্রমিক ইউনিয়ন। গত সাতদিন ধরে সব বনভোজনের বাস থামিয়ে দুস্থ, পঙ্গু, বৃদ্ধ ও অক্ষম শ্রমিকদের সাহায্যার্থে কল্যাণ তহবিলের নামে ১০০ টাকার রসিদ ছাপিয়ে গাড়ি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। রসিদে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী মন্টুর স্বাক্ষর রয়েছে। এ সংবাদ পেয়ে গতকাল শুক্রবার ঘটনাস্থলে পৌঁছালে চাঁদা তোলা শ্রমিকরা সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় সেখানে দণ্ডায়মান সদ্য চাঁদা প্রাদান করা বাস খুলনা- মেট্রো- ব ১১- ০১৫৩ এর ড্রাইভার সালাম মিয়া জানান, শ্রমিক ইউনিয়নের ৮৮৭৪ নং সিরিয়ালের ১০০ টাকার একটা রসিদ দিয়ে ৫০০ টাকা দাবি করে ইউনিয়নের সদস্য পরিচয়ের কয়েকজন। এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের ৩০০ টাকা দিয়েছেন। রজব আলী মন্টু জানান, বনভোজনের বাস থেকে শুধু আমরা না সব জেলায় কমবেশি টাকা নেয়। কিছুদিন আগে ইউনিয়নের পক্ষ থেকে ঝিনাইদহ র‍্যাব অফিসে গেলে তারা আমাদের বাসটার্মিনাল থেকে টাকা নিতে বলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, এ ব্যাপারে টহল আরও জোরদার করব।