পিরোজপুরে ইজতেমায় জুমায় মুসল্লিদের ঢল

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ইজতেমা শুরুর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার জুমার নামাজে ছিল হাজার হাজার মুসল্লিদের ঢল। এর আগে গত বৃহস্পতিবার কচা নদীর তীরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতুর পশ্চিম প্রান্তের খোলা মাঠে ভারতীয় জামাতের আম বয়ানের মধ্যদিয়ে পিরোজপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। আজ শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

পিরোজপুর জেলা ইজতেমা আয়োজক কমিটির সহযোগীতায় জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা গতকাল থেকেই অবস্থান নিচ্ছেন ইজতেমা ময়দানে। এছাড়াও ইজতেমা সফল করতে পাঁচটি দেশ ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে যোগ দিয়েছেন দেশের পাঁচটি জামাত অংশ নিচ্ছেন।

জামাত নিয়ে আসা মুসল্লিরা জানান, আমরা টঙ্গীতে অংশগ্রহণ করতে পারিনি।

তাই জেলা ইজতেমায় সবাই মিলে অংশগ্রহণ করছি। দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আল্লহর কাছে দোয়া করছি। আখেরি মোনাজাত শেষে একসাথে বাড়িতে ফিরব সবাই।

সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে ইজতেমায় অংশগ্রহণ করা মুসল্লিদের কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়।