ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেস্তোরাঁয় নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগ

রেস্তোরাঁয় নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরের হোটেল রেস্তোরাঁয় নিম্নমানের খাদ্যসামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। শ্যামনগরের হোটেল রেস্তোরাঁ মালিক পক্ষ সংগঠন করে খাদ্যসামগ্রী অন্য জেলা-উপজেলার তুলনায় অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে যা অতি নিম্নমানের। শ্যামনগর সদরে প্রায় ২০টির মত হোটেল রেস্তোরাঁ রয়েছে। সাতক্ষীরা, যশোর, খুলনা, কালিগঞ্জ, আশাশুনি, শ্যামনগর উপজেলার নিকটস্ত জেলা-উপজেলা সেখানে সিংড়ারা, সমুছা, ডাল পুরি, পরাটা, রুটি শ্যামনগরের চেয়ে অন্তÍত ২ টাকা কমে বিক্রি হচ্ছে। এরপর ভাত, মাছ, মাংসের কথা তো আলাদা, প্রতি পিচ, মাংস ৮০ থেকে ৯০ টাকা মুনাফা করছে তারা। শ্যামনগরে সিংড়ারা ৮ টাকা, ডাল পুরি ১০, সামুছা ৮, পরাটা ৬, রুটি ৬ টাকা জন ৪০ গ্রামের কম সে ক্ষেত্রে অন্যান্য উপজেলা ও অনেক জেলা সদরে সিংড়ারা ৫ টাকা, ডাল পুরি ৫, সামুছা ৫, রুটি ৫ টাকা বিক্রি হচ্ছে দুই ১০০ গ্রামের ও কম শ্যামনগরের ২০ টাকায় বিক্রি হচ্ছে, যা অন্যান্য উপজেলায় ১৫ টাকার উপরে নয়। মাছ মাংস ভাতের বেলায় ও অতিরিক্ত মূল্য তারপর মানের দিক থেকে ও অতি নিম্নমানের। এসব ব্যাপারে হোটেল মালিকরা জানান, তারা কম নিতে পারেন, কিন্তু সমিতির পক্ষ থেকে জরিমানা করা হয়। ভোক্তারা দ্রুত অভিযানের দাবি করেছেন উপজেলা নির্বাহী অফিসারে নিকট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত