কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূতি

প্রবীণ নবীনের মিলনমেলা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাহফুজ খন্দকার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে ছেলে-মেয়ে ৫ম শ্রেণি পর্যন্ত এক সঙ্গে পড়ালেখা করে। যষ্ঠ শ্রেণি থেকে শুধু মেয়েরা। বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য উদযাপিত হয়েছে গত শুক্র ও গতকাল শনিবার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু বলেন, এ বিদ্যালয়ের এটাই বিউটি (সৌন্দর্য্য)। বালিকা বিদ্যালয়ে বোনের সাথে ছোট ভাই আসে পড়তে। এটা অন্য রকম বন্ধন। বর্ষপূর্তির ২য় দিন গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন রঙ-বেরঙের সাজে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

পরে শান্তির প্রতিক পায়রা উড়ানো ও বেলুন উড়ানো এবং কেক কাটেন যৌথভাবে স্থানীয় এমপি মো. পনির উদ্দিন আহমেদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ প্রতিমা চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন, খাবার বিতরণ ও বিকাল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।