ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

পাবনার ঈশ্বরদীতে আম বাগানের গাছগুলোয় মুকুল আসতে শুরু করেছে। গতবছর নতুন পাতা বেশি ও মুকুল কম এলেও এবার মুকুল বেশি দেখা যাচ্ছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে আম গাছে মুকুল শোভা পেতে দেখা গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, সব গাছে এখনো মুকুল আসা শুরু হয়নি। সবেমাত্র কিছু গাছে মুকুল আসা শুরু হয়েছে। তবে আম উৎপাদন নিয়ে এবার সংশয় নেই বলেছেন লিচুচাষি ও কৃষি বিভাগ। গতবছর বৃষ্টিপাতের কারণে উদ্ভিদের শাখার অগ্রভাগে কার্বণের পরিমাণ কমে যাওয়ায় নতুন পাতা বেশি দেখা দিয়েছিল। প্রতিটি বাগানে কমবেশি গাছ নতুন পাতায় ছেয়ে গিয়েছিল। এবার নতুন পাতার পরিমাণ খুবই কম। এবার সঠিক সময়ে আমের মুকুল আসতে শুরু করেছে। আশা করছি এবার আমের উৎপাদন বেড়ে যাবে।

রাকিব হাসান নামের আম চাষি বলেন, ‘আমি অনেক বাগানে ঘুরেছি। প্রায় বাগানে আম গাছে মুকুল দেখতে পেয়েছি। এখন পর্যন্ত ৪০ শতাংশ আম গাছে মুকুল এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে অধিকাংশ গাছে মুকুল চলে আসবে।’ ঈশ্বরদীতে আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। মাঘ মাস শেষে ফাল্গুনের শুরুতে গরম বাতাসে আসতে শুরু করবে মুকুল। তব্ওু বাড়তি ফলনের আশায় চাষিরা আগাম পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন।

আম চাষিরা জানিয়েছেন, আমরা বাড়তি ফলন ফলানোর জন্য এবং আমকে পোকা মুক্ত আর আমের রং ঠিক রাখতে আমরা কীটনাশকসহ ভিটামিন দিয়ে আমের গাছ স্প্রে করছি, যেন ভালো মুকুল হয়। এরপূর্বে কয়েক মাস আগে আমরা গাছের গোড়ায় জৈব সারসহ সেচ দিয়েছি। উপজেলার আম চাষি তোফাজ্জল হক বলেন, আমরা গাছের আগাছা পরিষ্কার করে সার-ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে ছোট বড় সকল গাছের পরিচর্যা শুরু করেছি। পাশাপাশি পোকা দমনে কীটনাশক দিয়ে স্প্রে করছি এতে পোকা যেমন দমন হবে তেমনি গাছে দেখা দিবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ভালো ফলন হবে।

ঈশ্বরদীতে যে সব আম উৎপাদন হবে তারমধ্যে উল্লেখযোগ্য হলো- খিরসা, হিমসাগর, ফজলি, তোতাপুরি, লক্ষ্মণ ভোগ, আশ্বিনা, গোপালভোগ, আম্রপালি, কাটিমন, বারি-৪ সহ অনেক জাতের আম চাষ করা হয়ে থাকে। গতবছর আমের দাম ভালো থাকায় এবছর আম চাষে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত