সড়ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার তুর্কা থেকে কিশামত বালুয়া এলাকায় গতকাল রোববার সড়ক উন্নয়ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সদর উপজেলায় অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় খোলাহাটি ইউনিয়নের তুর্কা বন্যা বাঁধের মাথা থেকে কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার সড়ক উন্নয়ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এলজিইডির তত্ত্বাবধানে সড়কটি নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদরের এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সহকারি প্রকৌশলী মো. উজ্জল মিয়া প্রমুখ।