ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডাম ও লায়ন্স ক্লাব ওয়েসিসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ডাম ও লায়ন্স ক্লাব ওয়েসিসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসের যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই’ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

গত শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুরস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত হেনা আহমেদ হসপিটালে দিনব্যাপী এই আয়োজিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজন এসে ভিড় করেন। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিতে ডাক্তার নিয়োজিত ছিলেন- বাংলাদেশ মেডিক্যাল কলেজের কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান লায়ন প্রফেসর ড. এম ফখরুল ইসলাম, আল করিম জেনারেল হসপিটালের করনারী কার্ডিয়াক ইউনিটের সিনিয়র অফিসার ড. উৎপল কমার মন্ডলসহ চারজন। এছাড়াও হেনা আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সরা মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত