আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে আওয়ামী লীগের ওপর বিএনপি-জামায়াতের হামলা ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে এ সম্মেলন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, পৌর আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, সেলিম আহম্মেদ, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ। দেশব্যাপী বিএনপি-জামায়াত সন্ত্রাস- নৈরাজ্য সৃষ্টি করেছে। বিএনপি তার আগের স্বভাব পাল্টায়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে ওই উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ওই বাজারে অবস্থান নিতে শুরু করে। এ সময় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা, মারধর ও ১০ থেকে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং তারা কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঘঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।