আধিপত্য বিস্তার

কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাসুদ রানা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের নদীরপাড়ে কাঁচামালের ব্যবসায় আধিপত্য বিস্তারের জেরে আড়তে গিয়ে ব্যবসায়ী সোহরাব খানকে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। এসময় আহত হয়েছে অন্তত ৪ জন। অন্য আহতরা হলেন- জনি খান, কাশেম খান ও রুবেল খান। এঘটনায় সোহরাবের ছেলে জনি খান টংগিবাড়ি থানায় মামলা করেছে। মামলার পর থেকে ব্যবসায়ী সোহরাব, বাদী জনি ও তার স্বজনদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে মামলার প্রধান আসামি মিজান খান। এ অবস্থায় আহত ব্যবসায়ীর পুরো পরিবার আতঙ্কে দিন পার করছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দিঘিরপাড় বাজারে কাঁচামালের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঁচামালের ব্যবসায়ী মিজান খান ও তার সহয়োগী আ. মন্নান খান, জোবায়ের খান, রুবায়েদ খান, সজিব খান, সোহেল ছৈয়াল, আবিদুর বেপারীসহ আরো অজ্ঞাতনামা ৩ থেকে ৪জন অপর কাঁচামালের ব্যবসায়ী সোহরাব খানের আড়তে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি কুপে গুরুতর আহত হয় ব্যবসায়ী সোহরাব। সন্ত্রাসীদের কর্মকাণ্ডে বাঁধা দিতে আসলে ব্যবসায়ীর ছেলে জনি তার চাচা কাসেম খান ও চাচাতো ভাই রুবেল খানকে বেদম প্রহার করে এসময় কাঁচামালের আড়তে থাকা ডিজিটাল পাল্লা ভাঙচুর করে এবং ক্যাশে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টংগীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত সোহরাবকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহরাব জানান, মিজান খান অবৈধভাবে বালু উত্তোলন করে সে একজন বালু ব্যবসায়ী, নদী থেকে লাইন করে বালু ব্যবসা করে আসছে, তার অত্যচারে অতিষ্ট দিঘিরপাড়ের সাধারণ মানুষ। মিজান দিঘিরপাড় বাজারে কাচাঁমাল ব্যবসা নিয়ে আধিপত্ত বিস্তার করে অন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মো. রাজিব খান গতকাল রোববার জানান, ব্যবসায়ীর ছেলে জনি খান মামলা করেছে।