তরুণদের জব ক্রিয়েটর হতে হবে

বললেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাদের তরুণ-তরুণীদের জব ক্রিয়েটর হতে হবে, তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে যদি আমরা একত্রিত করে দিতে পারি, তাহলেই বিশ্ব জয় করা সম্ভব। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। পলক বলেন, অল্প সময়ে আমি ধোবাউড়ার মানুষের সঙ্গে মিশে গেছি, আমি চিরকাল ধোবাউড়ার কথা মনে রাখব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফ্রিল্যান্সার তৃষ্ণা দিওকে ল্যাপটপ উপহার দেন। প্রতিমন্ত্রীর আগমনে গারোদের ব্যাপক আয়োজন ছিল। শুরুতেই আদিবাসী গান ও নৃত্য দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে মঞ্চে গারোদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে দেয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত, অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগসহ অন্যান্য অতিথিবৃন্দ।