ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর

‘স্বল্প সময়ে ইমিগ্রেশন চালু’

‘স্বল্প সময়ে ইমিগ্রেশন চালু’

আগামী মাসেই ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ইমিগ্রেশেনের বিষয়টি এজেন্ডা হিসাবে রাখা হবে। স্বল্পতম সময়ে ইমিগ্রেশন চালু করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গতকাল সোমবার সোনাহাট স্থল বন্দরে ব্যবসায়ীদের সঙ্গে স্থলবন্দরের রাজস্ব আয় বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সচিব নৌপরিবহণ মন্ত্রণালয়ের মো. মোস্তফা কামাল, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়ের নাজমুল আহসান, বিভাগীয় কমিশনার রংপুর সাবিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ, মো. মাহফুজুল ইসলাম, মো. আব্দুল মোত্তাকিম, অধিনায়ক ২২ বিজিবি, কুড়িগ্রাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। আমদানি ও রপ্তানিকারক সমিতি ও সিএন্ডএফের নেতারা জানান, ইমিগ্রেশন চালু নাথাকায় ব্যবসায়ীদের ভোগান্তির কারণে আমদানি কম হচ্ছে। শুধু তাই নয়, সোনাহাট শুল্ক স্টেশনে সার্ভার সমস্যার কারণে কাস্টম ক্লিয়ারেন্স পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত