ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাইবান্ধা সদর-ফুলছড়ি সড়ক

আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন

আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন

এলজিইডির অধীনে ২ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইন্স থেকে ফুলছড়ি উপজেলা হেড কোয়াটার কালিরবাজার সড়কের স্কুল বাজার এলাকায় ২২ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। উদ্বোধনের পর আলোচনা সভায় বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদরের এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা নওশের আলম, শ্রমিক নেতা খায়রুল ইসলাম। হুইপ বলেন, সরকার দেশ ও দেশের মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই উন্নয়ন অব্যহত থাকবে। পরে হুইপ এলজিইডির অধীনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-৩ এর আওতায় ১ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গাইবান্ধা-সুন্দরগঞ্জ পশ্চিম কোমরনই সড়কে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদরের এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু। এর আগে হুইপ গিনি গাইবান্ধা শহরের জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত