অটোরিকশা চালকদের বিক্ষোভ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়ন সিএনজি সমিতির ১৫ বছরের আয়-ব্যয়ে ১৫ কোটি টাকার গরমিলের অভিযোগে হিসাব নিরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সমিতির সাধারণ সদস্য এবং সিএনজি অটোরিকশা চালকরা। দুর্নীতিমুক্ত সমিতির ব্যানারে গতকাল মঙ্গলবার উপজেলার রানীরহাট বাজারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির এলাকাবাসী। সমাবেশে বক্তারা সমিতির নানা অনিয়মের কথা তুলে ধরে সরকারের কাছে সমিতির ১৫ কোটি টাকা গরমিলের অডিট করে নতুন সমিতি নির্বাচনের দাবি জানান। এর আগে সমিতির সভাপতির বিরুদ্ধে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বরাবর লিখিত অভিযোগ দেন চালকেরা। এদিকে অভিযোগ অস্বীকার করেন সাবেক সভাপতি আবদুল কাদের পরান বলেন, হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ৫০০ টাকা হারে চাঁদা নেয়ার বিষয়টি সত্য নয়। অন্যদিকে এই ব্যাপারে জানতে বর্তমান সভাপতি রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সিএনজি অটোরিকশা চালকদের লিখিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।