ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন-স্মারকলিপি দিয়েছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিদ্যালয় গেটে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে কয়েকশ’ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা। বিদ্যালয়ের সাবেক স্কুল ক্যাবিনেট প্রধান মনোয়ার হোসেন মুসার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ নকিব, আছিবুর রহমান, সৈয়দ মাহিন ইসলাম তুর্য, সাব্বির রহমান, সুহাব উদ্দিন, সাবেক ছাত্র আনিছুর রহমান আকাশ প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের কতিপয় শিক্ষক। সেই অনিয়মের খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে ভর্তির সময় প্রতিটি শিক্ষার্থীর কাছে এক বছরের টিফিন ফি নেয়া হলেও বিভিন্ন কারণে বছরের ৬ মাস বিদ্যালয় বন্ধ থাকে। যে কয়েক দিন টিফিন প্রদান করা হয় তাও নিম্ন মানের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেক দিন থেকে কোনো কারণ ছাড়াই টিফিন বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে প্রতি বছর ভর্তির সময় বার্ষিক ম্যাগাজিন ফি গ্রহণ করলেও সর্বশেষ কত বছর আগে ম্যাগাজিন প্রকাশ হয়েছে তা আমরা জানি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত