সাঁথিয়ায় হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

‘প্রশিক্ষিত যুবক, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায় পরিচালিত (রাজস্ব) ২০২২-২৩ইং অর্থবছরের অপ্রাতিষ্ঠানিক পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারী আশ্রয়ণ প্রকল্পের ৩০ বেকার নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।