ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

এক বছরে সেবা নিয়েছে ৫ লাখ

এক বছরে সেবা নিয়েছে ৫ লাখ

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ১ বছরে ৪ লাখ ৭২ হাজার ২৭০ জনকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সরকারি হাসপাতালগুলো হচ্ছে রোগীদের কাছে সর্বশেষ আশ্রয়স্থল। নামমাত্র মূল্যে এসব হাসপাতাল থেকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেই সাথে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যসেবায় জেলা পর্যায়ে যে পাঁচটি হাসপাতালের র‍্যাংকিং করা হয়েছে, তার মধ্যে নওগাঁ প্রথম। দ্বিতীয় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল, তৃতীয় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চতুর্থ বাগেরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পঞ্চম নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা যায়, সেবার মধ্যে অন্তঃবিভাগে ৪৬ হাজার ২৫১ জন, জরুরি বিভাগে ৮১ হাজার ৭৭৬ জন, বহির্বিভাগে ৩ লাখ ২৬ হাজার ৬৯১ জন, নরমাল ডেলিভারি ১ হাজার ১৩৩ জন, সিজারিয়ান ডেলিভারি ২৯১ জন, মেজর সার্জারি ৭৮২ জন এবং মাইনর সার্জারি ১৪ হাজার ৮৬৪ জন।

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বলেন, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ বছরে ৪ লাখ ৭২ হাজার ২৭০ জনকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর দূর-দূরান্ত থেকে সেবাপ্রত্যাশীরা সেবা নিতে আসছে। কিন্তু হাসপাতালটি সেই ১০০ শয্যার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর কোনো সুবিধা বাড়েনি। এতো সংকটের মধ্যেও পরিপূর্ণ সেবা দেয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত