অনুমোদনবিহীন ইটভাটায় জরিমানা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাভার ও দিনাজপুরে অনুমোদনবিহীন ইটভাটায় অভিযান পরিচালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাভার (ঢাকা) : সাভারে এজেডবি ব্রিকস নামে একটি অনুমোদনহীন ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার দেওয়ানবাগ এলাকায় ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মাছুমা আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই ব্রিকসের মালিক আবু সাঈদ লাইসেন্স ছাড়াই ইট প্রস্তুত করে আসছিলেন। পরে তাকে এক লাখ টাকা জরিমানা ও পুরো ইটভাটা ভেকু দিয়ে ভেঙে দেয়ার নির্দেশ দেয়া হয়। অপরদিকে আশুলিয়ার রাঙামাটি এলাকায় এইচএমবি ব্রিকস নামে আরেকটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীনভাবে ইট প্রস্তুত করার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গত মঙ্গলবার খানসামা উপজেলা ২০১৩ আইন অনুসারে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় হসিমপুর মহল্লায় মেসার্স আরএটি ব্রিকসকে দেড় লাখ টাকা, মেসার্স আর এটি দুই ব্রিকসকে দেড় লাখ, কুমুরিয়া মহল্লায় মেসার্স এসএম ব্রিকসকে দেড় লাখ ও মেসার্স টু স্টারকে দেড় লাখসহ চারটি ইটভাটা অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত করায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।