ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চবিদ্যালয়

শিক্ষকরা ছয় মাস পাচ্ছেন না বেতন

শিক্ষকরা ছয় মাস পাচ্ছেন না বেতন

কক্সবাজার পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চবিদ্যালয়ের ৪৫ শিক্ষক কর্মচারী গত ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। প্রতিষ্ঠানের ৮ শিক্ষক এমপিওভুক্ত। সরকারি বেতন কাঠামোতে পাওয়া তাদের টাকাই জমা হয় পৌরসভায়। ফলে ৬ মাস বেতন না পেলে অনিশ্চিত জীবনে প্রতিষ্ঠানটি ৪৫ শিক্ষক কর্মচারী। বিদ্যালয়ের সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, কক্সবাজার পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চবিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন ৩৭ জন, ৮ জন কর্মচারী। জানুয়ারি মাসের ভর্তি প্রক্রিয়ার বিবরণ মতে, প্রতিষ্ঠানটিতে ৮৮৯ জন শিক্ষার্থী রয়েছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত কোনো প্রকার বেতন পাননি ৪৫ জন

শিক্ষক-কর্মচারী। প্রতিষ্ঠানটি শিক্ষক মাওলানা মোহাম্মদ ইদ্রিস জানান, শুধুমাত্র শিক্ষকতা করে জীবন পরিচালনা করেন তিনি। টানা ৬ মাসের বেতন না পেয়ে খুব কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হচ্ছে। কিন্তু ডিসেম্বর-জানুয়ারিতে নতুন ভর্তি এবং পুনঃভর্তি থেকে ৪০ লাখের কাছাকাছি অর্থ এসেছে বিদ্যালয়ে। এরপরও বেতন বন্ধ। বিদ্যালয়ে নতুন করে রং, মাঠে মাটি ভরাট, বাগান তৈরি কাজ করা হচ্ছে। যা দেখে দুঃখ আরো বেড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক ৬ মাসের বেতন বকেয়া থাকার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বেতন বন্ধ থাকায় শিক্ষকরা

কষ্টে আছেন। তিনি নিজেও পাচ্ছেন না। পৌরসভার সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করার কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন খাতে যে টাকা নেয়া হয়েছে তা নিয়ে উন্নয়ন চলছে। এটা শিক্ষকদের বেতন হিসেবে দেয়া যায় না। পৌরসভার রাসেল চৌধুরী জানান, এক মাসের বেতন শিক্ষকদের ব্যাংক একাউন্টে জমা করা হয়েছে। সন্ধ্যায় হয়তো মোবাইলে এসএমএস পাবেন। আর যে কয়েক মাসের বকেয়া আছে তা ধারাবাহিক পরিশোধ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত