ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর

বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর

কোটচাঁদপুর, ঝিনাইগাতী এবং কাউখালীতে গতকাল বুধবার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর নিবাস হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কোটচাঁদপুর (ঝিনাইদহ) : বীর মুক্তিযোদ্ধা, মিত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সম্মাননা উপলক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলার প্রথম পর্যায়ে ৭ মুক্তিযুদ্ধা পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

ঝিনাইগাতী (শেরপুর) : উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হয় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে ৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। যেসব বীর মুক্তিযোদ্ধাদের পরিবার চাবি পেলেন তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর ছেলে রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুখলেচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে কামরুল হাসান পলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাাইল হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত