ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা

ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা

ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার বেহাল দশা। ১০ কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে রয়েছে মাত্র ৪ জন। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসার ছাড়াও ৪টি ক্লাস্টারে ৪ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ থাকলেও দীর্ঘ দিন থেকে ২ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে। আবুল কালাম আজাদ নামে একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তার ২য় স্ত্রী মামলা করায় তিনি কিছুদিন জেলে আটক থাকার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তিনিও প্রায় ৬ মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জাকির হোসেন নামে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একজন অফিসারের পক্ষে এতগুলো বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। অপরদিকে কর্মচারীদের ৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। অফিস সহকারী, হিসাব সহকারী ও অফিস সহায়ক পদে দীর্ঘ দিন থেকে কোনো কর্মচারী নেই। অন্যদিকে অফিসার সংকটের কারণে নিয়মিতভাবে বিদ্যালয়গুলো পরিদর্শন সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হলাম। আগামী রোববার ঢাকায় মিটিং আছে। বিষয়টি ঐ মিটিংয়ে উত্থাপন করা হবে। জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত