ফরিদগঞ্জের খালে পানি নেই

স্বেচ্ছাশ্রমে খাল খননের কাজ শুরু

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত আলী, চাঁদপুর

চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন খালে পানি না থাকায় চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত সব স্থানে বোরো আবাদ ব্যহত হওয়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমে খাল খননের কাজ শুরু করেছেন এলাকাবাসীসহ ইউপি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ড খাজুরিয়া বাজারে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, তার ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের শত শত হেক্টর জমির সেচ পানির অভাবে অদ্যবদি বোরো আবাদ করতে পারছে না। তাই আমরা ভরাট হয়ে যাওয়া খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন শুরু করেছি। গতকাল সকাল থেকে তার ইউনিয়নের অন্তত ২০টি স্থানে প্রতিবন্ধকতা দূর করার সাথে সাথে খনন কাজ শুরু করেছি।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে আবাদের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে সেচ প্রকল্পভুক্ত খালে পানি আসার কথা থাকলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলা পূর্বাঞ্চলের গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ এবং পৌর এলাকায় কয়েকটি ওয়ার্ডে শত শত একর ফসলি জমি তৈরির পরও পানির অভাবে ধানের চারা লাগাতে পারছে না চাষিরা। এর আগে ৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কৃষি বিভাগের লোকজন, পাউবো ও বিএডিসি প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা খালগুলোর বর্তমান চিত্র তুলে ধরেন বলেন।