নৃ-জনগাষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

ভাষার মাসে শেরপুর জেলায় বসবাসরত সকল নৃ-জনগাষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন উপলক্ষ্যে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে গারো, কোচ, হাজং, বর্মণ, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের নেতারাসহ শিক্ষাবিদ, নাগরিক সমাজের নেতা, রাজনীতিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।