অভয়নগরে সেচ প্রকল্পে বাধা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বিএডিসি’র সেচপ্রকল্পের পানি প্রবাহে বাধা সৃষ্টি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গয়ার মাঠ ও মহিষকুড় বিল প্রকল্পের সাবেক কোষাধ্যক্ষ আছর আলী মোল্যার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রকল্পের বর্তমান কমিটিসহ ২০০ কৃষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলার পায়রা ইউনিয়নের গয়ার মাঠ ও মহিষকুড় বিলে বিএডিসি’র একটি সেচপ্রকল্প রয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ১৫০ একর জমিতে ধান চাষ করা হয়। প্রকল্পের সাবেক কমিটির কোষাধ্যক্ষ বারান্দি গ্রামের মৃত আ. জব্বার মোল্যার ছেলে আছর আলী মোল্যা নিজের ইচ্ছা মতো ভুয়া বিল-ভাউচার প্রস্তুত, নিজের জমিতে সেচবোরিং স্থাপন, মোটর মেরামতের নামে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকার ভুয়া বিল-ভাইচার, মোটর মেরামতের বাতিল ৪৫ কেজি তামার তার এবং কৃষকের জমাকৃত টাকা হিসাব রেজিস্টারে না উঠিয়ে আত্মসাৎ করেছেন। প্রকল্পের নতুন কমিটি সব হিসাব চাইলে অদ্যাবধি তিনি তা দেননি। বরং তিনি নিজ বাড়ির পাশে পানি নিষ্কাশনের একটি ড্রেন বন্ধ করে দেন। এ ব্যাপারে সাবেক কোষাধ্যক্ষ আছর আলী মোল্যা সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, নতুন কমিটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সঙ্গে আমার পরিবারের অনেকে জড়িত রয়েছে।