হুমকির মুখে পিরোজপুরের শতাধিক মুরগির খামার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিনিয়তই বেড়ে চলছে পোলট্রি খাবার ও ওষুধের দাম। ফলে দেশের অধিকাংশ ডিমের চাহিদা পূরণকারী পিরোজপুরের অনেক মুরগির খামার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। দেশের আমিষ চাহিদা পূরণে অন্যতম ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উপকূলীয় জেলা পিরোজপুর। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে জেলার প্রায় শতাধিক পোলট্রি খামার। ফলে একদিকে যেমন দেনায় জর্জরিত হয়েছেন খামার মালিকরা, অন্যদিকে মূলধন আটকে গেছে খাবার সরবরাহকারীদের। এদিকে সর্বশেষ এক মাসে খাবারের দাম কয়েক দফায় বস্তা প্রতি দুই শতাধিক টাকা বৃদ্ধি পেয়েছে। খাবারের দাম বাড়ায় ও ডিমের দাম কমায় আর্থিক সংকটে পড়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে জেলার কয়েকশ’ মুরগির খামার। ফলে দেনায় জর্জরিত হয়ে নিঃস্ব হওয়ার পর্যায়ে খামার মালিকরা। আলাউদ্দিন নামের এক শ্রমিক বলেন, সর্বশেষ এক বছরে খাবার ও ওষুধের দাম অনেক বেড়েছে। যে খাবার ২ হাজার ২০০ টাকা কিনতাম, সেই খাবার এখন খামার পর্যন্ত আসতে ৩ হাজার ৭০০ টাকা খরচ হয়। মুরগি লালন-পালনের ইচ্ছা উঠে গেছে আমাদের। ব্যবসার যে অবস্থা, তাতে খামার মালিকরা আমাদের ঠিকমতো বেতন দিতে হিমশিম খাচ্ছেন। তাই তারা শ্রমিকদের কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছেন। এতে বহু মানুষ বেকার হয়ে যাচ্ছে।

পোলট্রি খামার মালিক আলমগীর হোসেন বলেন, আমাদের পিরোজপুর জেলায় কয়েক হাজার পোলট্রি খামার রয়েছে। বিগত ছয় মাসে খাবারের দাম বস্তাপ্রতি ১ হাজার টাকা করে বেড়েছে। উৎপাদন করতে আমাদের যেমন খরচ হচ্ছে গোস্ত ডিম বিক্রি করতে গেলে আমরা সেই দাম পাচ্ছি না, যাতে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেক পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে সেগুলো ধীরে ধীরে বন্ধের পথে।