রিকের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে পিকেএসএফের অর্থায়নে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে গ্রিন চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে ২৪২ উপকারভোগীকে সেবা প্রদান করা হয় এবং ফ্রি ছানি অপারেশনের জন্য ৭৮ উপকারভোগীকে নির্বাচন করা হয়। যাদের মধ্য থেকে ৩০ জনকে আগামীকাল সোমবার গ্রিন চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রি ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানায় রিক। ফ্রি চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান হাজী মো. দুলাল ও বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. গোলাম রাসেল, প্রোগ্রাম অফিসার গাজী মো. আউয়াল, সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুর রহমান। রিক প্রতি বছর বালিগাও ইউনিয়নে চক্ষু ক্যাম্পের আয়োজন করে থাকে। চক্ষু ক্যাম্প আয়োজনের ফলে এলাকার মানুষ খুবই সন্তুষ্ট।