ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে দিনাজপুরের হিলি সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলির ধরন্দা এলাকায় ২৮৫ মেইন পিলারের ২৫ সাব পিলার স্থানে ভারত সীমানার ৩০০ গজ ভেতরে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক কি না তা তিনি নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবক ২৩ বছর বয়সি শাহাবুল ইসলাম। তিনি হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে।

বিজিবির অধিনায়ক মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ওই যুব ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ ২ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ বিএসএফ নিয়ে যায়। তবে স্থানীয়রা বলছেন, নিহত যুবক দিনাজপুরের হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শাহাবুল ইসলাম বাবু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত