ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের কাশিমপুর বাজারে গত শুক্রবার মধ্য রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২টি দোকান। খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনগণ এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল ও অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ঘটনার দিন রাত ২টার দিকে ভেদরগঞ্জের উপজেলার ডিএম খালি ইউনিয়নের কাশিমপুর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ডিএমখালি ইউনিয়নের কাশিমপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভেদরগঞ্জের দুটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগীতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা চূড়ান্ত তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিনাণ নির্ণয় করতে পারব। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা জেলা প্রশাসকের বরাবরে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত