ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাফার গোডাউন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাফার গোডাউন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারী গোডাউনের লোডিং ঠিকাদার মাজেদা ট্রেডার্সের মনোনিত প্রতিনিধি হাসানুজ্জামান জানান, দেশের বিভিন্ন স্থান থেকে শতশত ট্রাক সার বাফার গোডাউনে আনা হয়। গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলাম ট্রাকভর্তি সার আনলোড না করে দিনের পর দিন দ্বার করিয়ে রাখেন।

গোডাউনের সামনে হাইওয়ে রাস্তায় দিনের পর দিন সার ভর্তি ট্রাকের দীর্ঘ লাইনে যানজটের সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগের সীমা থাকে না পথচারী ও ট্রাকের ড্রাইভার ও হেলপারদের। ঘুষ ছাড়া ট্রাক থেকে সার আনলোড করা হয় না। টাকা বেশি দিলে পেছনে থাকা ট্রাক আগে আনলোড করা হয়। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে হাসানুজ্জামান গত ১২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মিথ্যা হিসেবে দাবি করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত