ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউএনওকে কারণ দর্শানোর নোটিশ

ইউএনওকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইলের কালীহাতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। উপজেলার পৌলী এলাকার মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় গত ফেব্রুয়ারি এ আদেশ দেন আদালত। স্থানীয়রা জানায় ৯ নম্বর ক্রমিকের ১১ নম্বর লটের ১১ লাখ ২৮ হাজার ৯৬০ ঘণফুট বালু স্থানীয় কালিমন্দির, নাট মন্দির ও মসজিদের উন্নয়নের জন্য নিজ নিজ ভূমি (নিউ ধলেশ্বরীর তীর) থেকে উত্তোলন করে স্তূপ করে রাখা হয়। প্রভাবশালী বালু ব্যবসায়ীরা মন্দির ও মসজিদ কমিটির অগোচরে পরিমাপকারী দলের সদস্যদের প্রভাবিত করে তালিকায় অন্তর্ভুক্ত করে। ড্রেজড ম্যাটারিয়াল নিলামের খবর পেয়ে মসজিদ ও মন্দির কমিটির পক্ষ থেকে কালিহাতী উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ২০ অক্টোবর/২২ আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে নির্দেশ দেন। কালিহাতী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মজিবর রহমান সরেজমিন তদন্ত করে গত ৩১ অক্টোবর/২২ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ধলেশ্বরী নদীর বাম তীরে এলেঙ্গা পৌর ভূমি অফিসের আওতাধীন ঘোষপাড়া এলাকার মসজিদ ও মন্দির কর্তৃক উত্তোলিত বালু স্তূপ করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়, যা মসজিদ ও মন্দিরের উন্নয়নে ব্যবহার করা হবে বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানায়। কিন্তু কালিহাতী উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার সার্ভেয়ারের প্রতিবেদনকে পাশ কাটিয়ে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করেন। এ ঘটনায় স্থানীয় মসজিদ ও মন্দির কর্তৃপক্ষ টাঙ্গাইলের কালিহাতী থানা সহকারী জজ আদালতে উপজেলা ড্রেজিং ও ড্রেজড মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের বিরুদ্ধে মামলা (নং-৪০/২০২৩) দায়ের করেন। আদালত গত ১৫ ফেব্রুয়ারি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত